২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৩৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৩:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে উদ্বোধন হলো ট্রাফিক সেবা সপ্তাহ

     

মঈন উদ্দিন মাহমুদ

“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর সড়কগুলোতে জীবনযাত্রা ও যান চলাচল নিশ্চিত এবং যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে শুরু হয়েছে ট্রাফিক সেবা সপ্তাহ (৪-১০ জানুয়ারি)। মঙ্গলবার ৪ জানুয়ারী ২২ ইং নগরীর জিইসি কনভেনশন সেন্টারে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, ‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন’। নগরীর সিএনজি চালিত অটো-রিকশা মালিক ও ড্রাইভারদের ভেরিফাইড কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে বার হাজার গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সকল সিএনজির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। মালিক ও ড্রাইভারদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা কিউআর কোড ও নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে। অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আইন সম্পর্কে সচেতন করা হবে। সপ্তাহব্যাপী ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে নগরীর প্রতিটি এলাকায় একটি গাড়ির মাধ্যমে সচেতনতা মাইকিং করা হবে। অনুষ্ঠানে সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ শামসুল আলম, পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নগরীতে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply