৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:২৪/ বুধবার
মে ৮, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় জাওয়াদ: সেন্টমার্টিনে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক

     

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে প্রবালদ্বীপে ভ্রমণে যাওয়া তিন শতাধিক পর্যটক সেখানে আটকা পড়েছেন। তবে, আবহাওয়া স্বাভাবিক হলে আটকাপড়া পর্যটকরা সোমবার (৬ ডিসেম্বর) ফিরতে পারেন। রবিবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, রবিবার ভোররাত হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে রবিবার ও সোমবার জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিবেশ সুষ্ঠু হলে সোমবার জাহাজ চলাচল শুরু হবে। তখন আটকা পড়া পর্যটকরা ফিরে আসতে পারবে। তবে এদিনও আবহাওয়া জাহাজ চলাচল উপযোগী না হলে তাদের আরও কয়েকদিন থাকতে হতে পারে।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply