২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:০৭/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১:০৭ পূর্বাহ্ণ

বিয়ে বাড়ির গানের উচ্চশব্দে ৬৩ মুরগির মৃত্যু, থানায় অভিযোগ

     

ভারতীয় উপমহাদেশে বিয়েরবাড়িতে উচ্চ শব্দে গানবাজনা যেন সংস্কৃতির অন্তর্গত। কিন্তু কখনো কখনো এই গানবাজনা ডেকে আনে বিপত্তি। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের ওড়িশার বালাসোর জেলার নীলগিরিতে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, এক বিয়ের অনুষ্ঠানে ডিজে গান বাজানোর জন্য ও আতশবাজির উচ্চশব্দের কারণে পাশেই থাকা পোলট্রি ফার্মের ৬৩ মুরগি মারা গেছে। ওই ফার্মের মালিক রঞ্জিত কুমার পরিদা এই ঘটনায় থানায় জিডি করেছেন।রঞ্জিত কুমার পরিদা জানান, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে বরযাত্রীরা তার পোলট্রি ফার্মের সামনে দিয়ে যাচ্ছিল। সে সময় খুব জোরে ডিজে গান বাজানো হচ্ছিল। এর সঙ্গেই কিছু লোক আতশবাজিও ফাটাচ্ছিলেন। সে সময় তিনি ওই ডিজের আওয়াজ কিছুটা কমাতে বলেন, কিন্তু বরযাত্রীর সঙ্গে থাকা লোক ঝামেলা শুরু করে দেয়। পরের দিন সকালে তিনি দেখতে পান ফার্মের ৬৩টি মুরগির মৃত্যু হয়েছে।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply