২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৩৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৮:৩৬ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারির মধ্যেই ৫ লাখ মৃত্যু হতে পারে ইউরোপে: ডব্লিউএইচও

     

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে ইউরোপে। ভাইরাসটির প্রকোপ এই গতিতে বাড়তে থাকলে আশঙ্কা করা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে মহাদেশটিতে আরো পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে প্রায় ৩৪ হাজার মানুষ করোনায় শনাক্ত হওয়ার পর ডব্লিউএইচও তরফ থেকে এ সতর্কবার্তা প্রকাশিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) ডব্লিউএইচও’র ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুজ জানান, ভ্যাকিসিন না নেওয়া হলো করোনার প্রকোপ পুনরায় বৃদ্ধি পাওয়ার মূল কারণ। ভাইরাসটির বিরুদ্ধে চলমান লড়াইয়ে কৌশলে পরিবর্তন আনতে হবে আমাদের। নতুন করে সংক্রমণ শুরুর প্রাথমিক পর্যায় থেকেই তা প্রতিহত করতে পদক্ষেপ নিতে হবে।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply