২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ

চকরিয়ায় প্রতিপক্ষের গুলিতে চেয়ারম্যান প্রার্থী আ.লীগ নেতা নাছির উদ্দিন নোবেল নিহত : আহত-৬

     

জাফর আলম, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল প্রতিপক্ষের গুলিতে নির্মম ভাবে খুন হয়েছেন। ১৭ আগষ্ট মঙ্গলবার দুপুরে পূর্ব বড়ভেওলা সিকদারের বিল এলাকায় প্রকাশ্যে দিবালোকে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। এসময় তাঁর পরিবারের আরো ৫/৬ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন । স্থানীয় লোকজন আহত নাছির উদ্দিন নোবেল সহ আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। অন্যান্য আহতরা চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।নিহত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত আবদুল মালেক সিকদারের বড় ছেলে। স্থানীয় ও পরিবারের সদস্যদের সুত্রে জানা গেছে, ১৭ আগষ্ট দুপুরে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা হঠাৎ নাছির উদ্দিন নোবেল সহ তার আত্মীয় স্বজনের উপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে নাছির উদ্দিন নোবেলের বুকে মাথায় গুলিবিদ্ধ হয়। তার আরো ৫/৬ জন নিকটাত্মীয় গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে গুলিবিদ্ধ মিজান সহ আরো ৫/৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, পুর্ব বড় ভেওলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী খলিল উল্লাহ চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনেও নাছির উদ্দিন নোবেল ও খলিল উল্লাহ চৌধুরী একই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা ও গ্রেফতার করা হবে। নিহত নাছির উদ্দিন নোবেল, চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। চট্টগ্রামের প্রয়াত আওয়ামীলীগ নেতা মেয়র মহি উদ্দীন চৌধুরীর একনিষ্ঠ ছাত্রলীগ নেতা হিসেবে চট্টগ্রাম মহানগর ও এমইএস কলেজ ক্যাম্পাস মাতিয়ে রাখতেন। বর্তমানে শিক্ষা উপমন্ত্রী মুহিববুল হাসান নওফেলের সাথে সার্বক্ষণিক থাকতেন নিহত নাছির উদ্দিন নোবেল। সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেলকে গুলি বর্ষণকারী করে হত্যা ঘটনায় জড়িত ও ইন্দনদাতা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply