২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ

মহানগরীর প্রতিটি ওয়ার্ডে চলছে করোনা টিকা কর্মসূচী 

     

রাজশাহী ব্যুরোঃ
করোনা প্রতিরোধে শুরু থেকেই শক্ত লাইনে সরকার। দেশের জনগনকে বাঁচাতে ফ্রি টিকার ব্যবস্থা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় উৎসব মুখর পরিবেশে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে শনিবার থেকে এক যোগে করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে নগরীর ১৪ ও ১৯ নং ওয়ার্ডের দুইটি টিকা প্রদান কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
পরিদর্শন শেষে মেয়র সাংবাদিকদের বলেন, উৎসব মুখর পরিবেশে ৩০টি ওয়ার্ডে মোট ৮৪টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদান কারী স্বাস্থ্য কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবী নিয়োজিত আছে। আমরা সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছি। করোনা থেকে মুক্তি পেতে টিকা গ্রহণের বিকল্প নেই, নাগরিকরা সেটি বুঝতে পেরেছেন। এ জন্য টিকা নিতে মানুষের আগ্রহও অনেক বেড়েছে।
তিনি আরো বলেন, আমাদের প্রশিক্ষিশত স্বাস্থ্যকর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রেও টিকা প্রদান কার্যক্রমে নিয়োজিত আছে। টিকা প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে রাজশাহী মহানগরীর সকল নাগরিককে টিকার আওতায় আনা হবে। কোন নাগরিক টিকা নিতে বাকি থাকবে না। আশা করি, আমরা করোনার টিকা প্রদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply