২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:১৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৮:১৬ পূর্বাহ্ণ

হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট, জরুরি সার্জারির সম্ভাবনা

     

ক্রমাগত ১০ দিন ধরে হেঁচকি ওঠায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে। তার জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে গতকাল বুধবার প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।
২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হন জইর বলসোনারো। তার পর থেকেই উগ্র ডানপন্থী এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। ওই হামলায় গুরুতর আহত হলে বলসোনারোর শরীরের ৪০ শতাংশ রক্ত ঝরে যায়। ছুরিকাঘাতে আহত হওয়ার পর বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে।
চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, জইর বলসোনারোর হেঁচকি ওঠার সঙ্গে হয়তো তার পেটে সার্জারির সঙ্গে সম্পর্ক থাকতে পারে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট পেট ব্যাথাতেও ভুগছেন। তবে এই মাসের শুরুতে হওয়া দাঁতের সার্জারির সঙ্গে হেঁচকি ওঠার সম্পর্ক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply