২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:২৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

পাকিস্তানের ওপর ‘চটলো’ বাইডেন প্রশাসন

     

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও হত্যায় মূল অভিযুক্ত ওমর সঈদ শেখকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এনিয়ে বেজায় চটেছে যুক্তরাষ্ট্র।

প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেছেন, পাকিস্তান সুপ্রিম কোর্টের সিন্ধান্তে জো বাইডেন প্রশাসন ক্ষুব্ধ।তিনি আরও বলেন, এই রায় বিশ্বব্যাপী যারা সন্ত্রাসবাদের শিকার তাদের জন্য অপমানজনক। একইসঙ্গে তিনি পাকিস্তান সরকারকে এই রায়ের বিকল্প আইন পুনঃমূল্যায়নের দাবি জানিয়েছেন।২০০২ সালে ব্রিটিশ সন্ত্রাসবাদী রিচার্ড রেডের গোপন ডেরা ও তার দলবলের কাজকর্ম সম্পর্কে খবরাখবর নিতে পার্ল গিয়েছিলেন করাচিতে। করাচিতে রেডের কাজকর্ম সম্পর্কে খবরাখবর সংগ্রহের সময়েই অপহরণ করা হয় আমেরিকার দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লকে।অপহরণকারীরা পার্লের মাথা কেটে নিয়েছিল৷সবটুকু জানতে কিক্ল করুন

 

 

ইত্তেফাক/এসআর

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply