২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:০১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে মহান নেতার জীবন সংগ্রাম থেকে আমাদের শিক্ষা নিতে হবে

     

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকাল ৪টায় ভাসানী অডিটোরিয়ামে ভাসানী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “বিদ্যমান সংকট উত্তরণ ও মওলানা ভাসানীর জীবন সংগ্রাম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি ছিদ্দিকুল ইসলাম। সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল গফ্ফার খান। সভার প্রারম্ভে স্বরচিত কবিতা আবৃত্তি করেন- কবি ও আবৃত্তিকার প্রকৌশলী সঞ্জয় দাশ।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম বারের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট সালাউদ্দিন হায়দার সিদ্দিকী। বিশেষ আলোচক ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম বার এর সাবেক সভাপতি এবং ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য এডভোকেট কফিল উদ্দিন আহমদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন প্রগতিশীল দেশপ্রেমিক সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, গণতান্ত্রিক দলের বাবু স্বপন সেন, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমী, ন্যাপের অধ্যাপক শিব প্রসাদ, গণমুক্তি ইউনিয়নের কমরেড রাজা মিয়া, মওলানা ভাসানী ফাউন্ডেশনের পক্ষ থেকে অধ্যাপক সামসাদ ছাত্তার, মাষ্টার মোফাজ্জল হায়দার, মিয়া এমদাদ উল ইসলাম চৌধুরী, মোঃ হারুন, মোজাফ্ফর আহমদ, এম.এ সালাম, শাখাওয়াত হোসেন সানু, মোঃ রেজাউল করিম আগ্রাবাদী, মির্জা আবুল বশর প্রমুখ।

প্রধান আলোচক বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে আমাদের মওলানা ভাসানীর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিতে হবে। আগামীতে সমাজ পরিবর্তনের রাজনীতিতে ভাসানীর নীতি-আদর্শ দেশ-জাতিকে অনুপ্রাণিত করবে।

বিশেষ আলোচক বলেন, মওলানা ভাসানীকে অবমূল্যায়ন দেশ-জাতি বরদাস্ত করবেনা। মওলানা ভাসানী আমাদের সবার রাজনৈতিক অভিভাবক। তাঁকে অবমূল্যায়নকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি ও ন্যাপ পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় ষ্টিয়ারিং কমিটির সদস্য সচিব ছিদ্দিকুল ইসলাম বলেন, আমরা মহান নেতার আজীবনের লালিত স্বপ্ন কৃষক-শ্রমিক- মেহনতি মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ন্যাপকে পুনর্গঠনের মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। ন্যাপ পুনর্গঠিত হলে বাংলাদেশে সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদ, সামান্তবাদ, আমলা মুৎসুদ্দী ও লুটেরা পুঁজি বিরোধী আন্দোলন সংগ্রাম জোরদার হবে এবং মহান নেতার আত্মা শান্তি পাবে।

গত ১৭ নভেম্বর ১৫ সদস্য বিশিষ্ট মওলানা ভাসানী ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের সন্তোষে মহান নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply