রেমিট্যান্স যোদ্ধা মিজানের পরিবারের করুণ আকুতি : সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ


রেমিট্যান্স যোদ্ধা মিজান এখন মানবেতর জীবন যাপন করছে। শিকলবন্দী হয়ে পরিবার পরিজন থেকে অনেক দূরে মানষিক ভারসাম্য হারিয়ে সময় কাঠছে তার । ব্রাক্ষমাণবাড়ির ছেলে মিজান । সুখ ও শান্তির জন্য সংযুক্ত আরব আমিরাতে নিজের ভাগ্য পরিবর্তন করতে যা
আমাদের প্রতিনিধির অনুসন্ধানে দেখা গেছে, মিজান ৪ বছর পূর্বে বিয়ে করে । সে নিঃসন্তান ছিলেন ।সে ইতিপূর্বে ভিসা জটিলতায় জরিমানা দেয়। অনেক পাওনাদার থেকে সে টাকাও পায় এমনকি নিজ মালিক থেকেও । সে প্রবাস জীবনে দর্জির কাজ করত।ওখানে বোরকা সেলাই করত সে।
এর মধ্যে মিজানকে স্হানীয় পুলিশও আটক করে একবার । পাগল জেনে পুলিশও তাকে ছেড়েও দেয়।সে কয়েকবার নিখোঁজও হয়।সারজাহে তাকে পায় তার সহপাঠিরা।তাকে নিয়ে তার সহপাঠিরা চরম দুশ্চিন্তায় আছে।সর্বশেষ তাদের রুমে শিকল বন্দী করে রেখেছে তাকে।এভাবে কতদিন রাখতে পারবে তারা ? এইজন্য সহপাঠীরা সত্যিই বেকায়দায় রয়েছে। সহপাঠিরা এই প্রতিনিধিতে তাদের এই যন্ত্রণার কথা জানান । সহপাঠিরা দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় সহযোগিতা চান কনসুলেট জেনারেল অব বাংলাদেশের।সহযোগিতা চান স্হানীয় সাংবাদিক মহলেরও ।