৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫৪/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ

বশেমুরবিপ্রবি শিক্ষক হলেন আন্তর্জাতিক গবেষণা প্রকাশনী রিসার্চ লিপের অ্যাম্বাসেডর

     

সজিবুর রহমান
গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক তছলিম আহম্মদকে আন্তর্জাতিক গবেষণা প্রকাশনী রিসার্চ লিপের অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে।তছলিম আহম্মেদ বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান।
বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় জার্নালে তার সর্বমোট ১৭৬ টি আর্টিকেল রয়েছে।এরই স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক গবেষণা প্রকাশনী রিসার্চ লিপ তাকে গত ১২ অক্টোবর তছলিম আহম্মেদকে তাদের অ্যাম্বাসেডর নির্বাচিত করেন।দেশের সীমা অতিক্রম করে তিনি ভালো মানের গবেষণা সকলের নিকট পৌঁছে দিবেন এমন প্রত্যাশা করেন রিসার্চ লিপ।
এ বিষয়ে বশেমুরবিপ্রবি শিক্ষক তছলিম আহম্মেদ বলেন,”একজন শিক্ষকের যখন কোনো বিষয়ে গবেষণাপত্র থাকে,তখন শিক্ষার্থীরা ওই বিষয়ে জানতে পারে এবং গবেষণায় ইচ্ছুক হলে সে বিষয়ে সঠিক গাইডলাইন পায়।আর আমি সর্বদা শিক্ষার্থীদের ভালো কিছু উপহার দিতে চেয়েছি।একারণে যতটা সম্ভব নিজেকে গবেষণায় সম্পৃক্ত রাখতে চেষ্টা করি।”
তিনি আরও বলেন,”ইচ্ছাশক্তি গবেষণার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।আমাদের মতো নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গবেষণা করতে গেলে একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।তবে এই চ্যালেঞ্জগুলো ইচ্ছে থাকলে সহজেই সমাধান করা সম্ভব।”
উল্লেখ্য,আন্তর্জাতিক গবেষণা প্রকাশনী রিসার্চ লিপ এমন ব্যক্তিদের অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেন যারা একাডেমি ও বৈজ্ঞানিক সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply