১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:০২/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ

আনোয়ারায় তৈলারদ্বীপে আগুন, পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর

     

আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে আব্দুর সত্তারের বাড়িতে অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে দুই পরিবারের প্রায় ৭লাখ ৩৩হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
 আজ বুধবার (২১অক্টোবর ) সকাল সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র সহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় ।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবার, ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের ৭নং ওয়ার্ডের আব্দুল সত্তারের বাড়ির আবদুর রহিম সওদাগর এর বসতঘর থেকে বুধবার সকালে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সুমন ও পরে পাশের ঘরের ভ্যানচালক নুরুল ইসলামের বসতঘরেও আগুন ধরে যায়। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় ও অপরটি আংশিক পুড়ে গেছে।
আনোয়ারা ফায়ার সার্ভিস ইনচার্জ দুলাল কুমার মিত্র বিষয়টি নিশ্চিত করে জানায়,অগ্নিকাণ্ডের ঘটনা খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় । তার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুইটি টিনশিটের কাঁচা ঘর হওয়ায় একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং অপরটি ও প্রায় মালামাল পুড়ে গেছে । ঘটনা স্থল থেকে প্রায় ৫লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয় এবং ৫০ হাজার টাকা মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয় ।
ক্ষতিগ্রস্ত সুমন বলেন, মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুইটি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাব, টিভিসহ কমপক্ষে ৭ লাখ ৩৩হা জার টাকার মালামাল পুড়ে গেছে। নুরুল ইসলাম পেশায় ভ্যান চালক বলে জানা যায় ।
মুঠোফোনে তৈলারদ্বীপ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক আজিজের সাথে যোগাযোগ করলে তিনি পূর্ব বাংলা কে জানায় , অগ্নিকাণ্ডের খবরটি পেয়েছি । ঘটনাটি খুবই মর্মান্তিক । এতে দুটি বসতঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্তরা এই ঘটনায় অসহায় হয়ে পড়েছে । ইতিমধ্যে ইউনিয়ন পরিষদকে এই বিষয়টি অবহিত করা হয়েছে।
শেয়ার করুনঃ

Leave a Reply