২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ

বিএনপির মিছিলে আনোয়ারায় ছাত্রলীগের হামলার অভিযোগ: নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ

     

 

২০ অক্টোবর বিকাল ৩.৩০ টায়  ঢাকা-০৫ ও নওগা-০৬ উপ নির্বাচনে অনিয়ম, সন্ত্রাস ও ভোট কারচুপির প্রতিবাদে ঘোষিত ফলাফল বাতিল ও পুনঃরায় নির্বাচনের দাবিতে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে কালাবিবির দিঘীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লায়ন মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান, যুগ্ম আহবায়ক আলী আব্বাস ও সদস্য সচিব মোস্তাক আহমদ খান।

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা প্রমাণ করে বর্তমান সরকার দেশে গণতন্ত্রের রেশমাত্র রাখতে চাই না। দখল দারিত্বের সরকার বিএনপির মিছিল দেখলেই ভয় পায়। এই মিছিলে হামলা বুঝা যায় সরকারের পায়ের তলায় মাটি সরে গেছে। হামলায় আহত হন উপজেলা বিএনপি নেতা রফিক ডিলার, আব্দুল হক মেম্বার, আব্দুল মান্নান, নুরুল ইসলাম, মোঃ ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নুরুল কবির রানা, সাইফুদ্দীন দস্তগীর, মোঃ মুসা, শামসুল আলম, মহিউদ্দিন আহমদ, রাশেদুল ইসলাম, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোঃ ইসমাইল, নুর শাহেদ খান রিপন, মোঃ নয়ন, এ.কে. খান, তৌহিদুল আলম, আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা শফিউল আলম, আব্দুল মালেকসহ অনেক নেতাকর্মী।খবর প্রেস বিজ্ঞপ্তির

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply