৯ মে ২০২৪ / ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৩৪/ বৃহস্পতিবার
মে ৯, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ

শেখ হাসিনার নেতৃত্বে দিন বদল থেকে অগ্রগতির অগ্রযাত্রার বাংলাদেশ

     

৪ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে এক প্রতিনিধি সভা যমুনা অয়েল কোম্পানী লিঃ সিবিএ কার্যালয়ে পরিষদের আহবায়ক সিবিএ সাধারণ সম্পাদক মোঃ এয়াকুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কর্মসূচী গ্রহন করা হয়। সভায় বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কালে সরকারের নির্দেশ উপেক্ষা করে ইউএসটিসি কর্তৃপক্ষ ইউনিয়নের কর্মকর্তা সহ সাধারণ শ্রমিকদের কোনো পাওনা না দিয়ে শ্রমিক ছাটাই এর তীব্র নিন্দা জানানো হয়। সভায় পাট শিল্প রক্ষায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এর গৃহীত কর্মসূচীর প্রতিপূর্ণ সমর্থন জানানো হয়। শ্রমিক রক্ষায় করোনাকালে সরকার যে নির্দেশনা প্রদান করেন, তা বাস্তবায়নের দাবী জানানো হয়। রাষ্ট্রয়ত্ব পাট কল কর্ণফুলী পেপার সকল পুরাতন কলকারখানা বিএমআরই করা হউক। পাট কলের শ্রমিকদের ২০১৩ সাল হতে পাওনা থেকে বঞ্চিত। যে সকল পাটকল এর শ্রমিকেরা অবসরে গেছে তাদের বকেয়া পরিশোধের জোর দাবী জানানো হয়। যে সকল প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের নি¤œতম মজুরি ঘোষণা করা হয়, তা কার্য্যকর করার জোর দাবী জানানো হয়। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের শ্রমিকদের পূর্ণ মজুরি নির্ধারণের উদ্যোগ গ্রহনের দাবী জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ শফর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ সিবিএ’র সভাপতি মীর নওশাদ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সদরঘাট থানা ঘাট গুদাম শ্রমিক ইউনিয়ন এর সভাপতি ইদ্রিস হাওলাদার, জাতীয় বিদ্যুৎ কর্মচারী সিবিএ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বেলাল হোসেন, চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ আলমগীর, চট্টগ্রাম ট্যাংক লরী সিবিএ’র সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন, চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব উজ্জ্বল বিশ^াস, তামাকুমন্ডি লেইন দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি বখতেয়ার, চট্টগ্রাম হকার্স লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রনি, ইউএসটিসি কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সভাপতি মোঃ মানিক মিয়া, বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোঃ ওসমান গণি, চট্টগ্রাম অটোরিক্সা অটো টেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, চট্টগ্রাম যমুনা অয়েল লেবার কোম্পানী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল হোসেন, চট্টগ্রাম পাদুকা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, চট্টগ্রাম মহানগর ভবন ভাঙ্গা লোহা কাটা শ্রমিক লীগের সভাপতি মোঃ ওমর ফারুক, টেরিবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির সাধারণ সম্পাদক লোকমান হাকিম, বিদ্যুৎ কারিগর শ্রমিকলীগের জাহাঙ্গরি আলম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply