২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৫২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ

কাজী ইনামুল হক দানু’র ৭ম তম মৃত্যু বার্ষিকী পালিত 

     

 

আজ ২২ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইনামুল হক দানুর ৭ম তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোতোয়ালী আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকনের সভাপতিত্বে মরহুমের পুস্পস্তবক অর্পন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। এতে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর। এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল হাশেম বাবুল, কাজী মোঃ রাজেশ, আলী রিয়াজ পিন্টু প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি রেজাউল করিম চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু একজন খাঁটি দেশপ্রেমিক ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মানব সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন। বর্তমান প্রজন্মকে মরহুম দানুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে রাজনীতি করতে হবে। কাজী ইনামুল হক দানু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আজীবন রাজনীতি করে গেছেন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। কাজী ইনামুল হক দানু জীবনের সবটুকু অংশ আওয়ামী লীগ ও বাংলাদেশের জন্য উৎসর্গ করে গেছেন। মহান স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা অবিস্মরণীয়। জনগণকে সাথে নিয়ে স্বাধীনতা অর্জনের পথে লাগাতার সংগ্রামকে এগিয়ে নিতে বৃহত্তর চট্টগ্রামে যারা অনন্য ভূমিকা পালন করে গেছেন, তাদের মধ্যে অন্যতম কাজী ইনামুল হক দানু। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও তবারুক বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply