২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৫১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ

মহান নবী দিবস (দ.) উদযাপন ‘বিশ্বাস শান্তি স্থাপনে নবীজির আদর্শ অনুসরণের বিকল্প নেই’

     

বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তাফা (দ.) এর ১৪৫০ তম সৌরবার্ষিকী আবির্ভাব দিবস ২৯ আগস্ট প্রতিবারের মতো ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে। ‘মহান নবী দিবস’ বা ‘ইয়্যাওমুন নবী’ বা প্রট্সে ডে’ উপলক্ষে নবী দিবস উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় চট্টগ্রাম দরবার শরীফে আজ শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল-সকাল ৮টায় ক্বিরাত, হামদ ও শানে মোস্তাফা (দ.), সকাল ১০টায় খতমে কোরআন, শাখা পর্যায়ে তবারুক বিতরণ। সন্ধ্যায় দরবারে আগত ভক্ত মুরিদদদের উদ্যোশে তকরীর পেশ করেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)।
এসময় তিনি বলেন- এ দুনিয়ায় হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের দিনটি বিশ্ববাসীর জন্য অত্যন্ত পবিত্র, তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত দিন। মহান আল্লাহ তায়ালা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে হজরত মুহাম্মদকে (সা.) এ জগতে প্রেরণ করেন। দুনিয়ার বুকে তার আগমন ঘটেছিল ‘সিরাজাম মুনির’ তথা আলোকোজ্জ্বল প্রদীপরূপে। বিশ্বে শান্তি স্থাপনে নবী মুহাম্মদ (স.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply