২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:১৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বন্দর থানা কমিটি গঠিত

     

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর বন্দর থানার উদ্যোগে কাউন্সিল ২৮ আগস্ট সল্টগোলা ক্রসিংস্থ আঞ্জুমানে ফেদায়ানে মোস্তাফা (দ.) মিলনায়তনে মাওলানা হাফেজ ইদ্রিস আল-ক্বাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর সহ- সভাপতি আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আহলে সুন্নাত সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুন নবী আল কাদেরী, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউনুছ তৈয়্যবী যুক্তিবাদী। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মহানগর অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ দস্তগীর। আলহাজ্ব মাওলানা আবুল হাছানাত আল-ক্বাদেরী ও মুফতি ছগির আহমদ আল-ক্বাদেরীর যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুজিবুর রহমান আল-ক্বাদেরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বন্দর থানার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হাসান, বিশিষ্ট সমাজসেবক মন্জুরুল কাদের, হাসান মুরাদ, আনোয়ার হোসেন, হাজী সালামত আলী প্রমূখ। কাউন্সিল অধিবেশনে আল্লামা বদিউল আলম রিজভীকে প্রধান উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও মাওলানা মুহাম্মদ ইদ্রিছ আল-ক্বাদেরীকে সভাপতি, মাওলানা মুজিবুর রহমানকে সি. সহ-সভাপতি, মাওলানা আবুল হাছানাত আল-ক্বাদেরীকে সাধারণ সম্পাদক, মাওলানা ছগির আহমদ আল-ক্বাদেরীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাওলানা নুরুল কবির রিজভীকে সাংগঠনিক সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জমা’আত বন্দর কার্যকরী পরিষদ গঠন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply