২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:১২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:১২ পূর্বাহ্ণ

পাবজি’র পিছনে বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ টাকা ওড়ালো কিশোর

     

করোনা ভাইরাসের ভয়ঙ্কর হামলাও দমাতে পারেনি পাবজি (PUBG) খেলার নেশায় পাগলদের। বরং এই সময় পাবজি খেলার প্রবণতা যেন আরও বেড়ে গেছে।

সেন্সর টাওয়ার নামে একটি সংস্থার রিপোর্টে দেখা যাচ্ছে, বিশ্বে এই মহামারীর সময়েও ভালোরকম আয় (PUBG Mobile Revenue) করেছে পাবজি মোবাইল (PUBG Mobile) গেম তৈরির সংস্থাটি। আসলে পাবজি যেন একটা নেশার মতো, যারা একবার এই গেমের নেশায় মত্ত হয়েছে তারা এর জন্যে বোধহয় যেকোনও কিছু করতেই পিছপা হয় না।

এই যেমন পাবজি গেমের নেশায় (PUBG Addiction) বুঁদ পাঞ্জাবের এক ১৭ বছরের কিশোর বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ টাকা খরচ করতেও দু’বার ভাবেনি। পাবজির বিভিন্ন পেড অ্যাপ্লিকেশন কিনতে গিয়ে এবং গেম আপগ্রেড করতে গিয়ে ওই বিপুল অর্থ রীতিমতো উড়িয়ে দেয় সে।

জানা গেছে, ওই টাকা তাঁর বাবা চিকিত্সা খাতে ব্যয়ের জন্যে সারা জীবন ধরে সঞ্চয় করেছিলেন। পাবজির নেশায় বাবার মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা সেই টাকা বিনা চিন্তাভাবনায় নষ্ট করেছে কিশোরটি।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply