২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫১/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৯:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আইনজীবি ভবনের সামনে হ্যান্ডওয়াশ বেসিন উদ্বোধন

     

চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী জেলা প্রশাসন (লাল বিল্ডিং) ভবনের নীচে আইনজীবি ভবনের সামনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের তত্ত্বাবধানে বিশ্বস্বাস্থ্য নীতির নিয়মকানুন মেনে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মানুষের হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ বেসিন স্থাপন স্থাপন করা হয়। এ উপলক্ষে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোকতার হোসেন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইসা উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, জেলা ইউনিটের উচ্চমান সহকারী  রফিকুল  কাদের, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল।
প্রধান অতিথি এডভোকেট মোকতার হোসেন বলেন, আমাদের দেশে করোনা ভাইরাস দিন দিন তীব্রভাবে সংক্রমিত হচ্ছে। জীবন ও জীবিকার তাগিদে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কিছু কিছু ক্ষেত্রে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য খোলার ব্যবস্থা চলছে। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সেজন্য প্রধান কাজা হলো হাতমুখ সাবান দিয়ে ধোয়া। তাই মানুষের জন্য রেড ক্রিসেন্টের এই উদ্যোগ প্রশংসনীয়।
প্রধান আলোচক এডভোকেট ইসা উদ্দিন বলেন, প্রতিদিন চট্টগ্রাম কোর্ট বিন্ডিং জেলা প্রশাসনের আওতায় হাজার হাজার মানুষ ওঠানামা করে বিভিন্ন কাজে। তারা স্বাস্থ্য সম্মত হয়ে কোর্ট বিন্ডিং এ  হ্যান্ড ওয়াশ বেসিনে হাত ধোয়ার অভ্যাস করলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঝুকি কমবে বলে আশা করি। তাই রেড ক্রিসেন্টের উদ্যোগ প্রশংসানীয়। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান এর নেতৃত্বে ১১ই মে সোমবার সেবা কার্যক্রমের অংশ হিসেবে আন্দরকিল্লাস্থ যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কার্যালয়ে ভাসমান মানুষদের মাঝে উপহার স্বরূপ ইফতার বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, সিনিয়র যুব সদস্য জ্যৌতির্ময় ধর ও কার্যকরী পর্ষদ সদস্যসহ যুব সদস্যবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply