২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:১৪/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ

আলীকদম মুরুং পল্লীতে সেনা জোনের ত্রাণ বিতরণ

     

 

প্রশান্ত দে, আলীকদম (বান্দরবান প্রতিনিধি)
আলীকদমে টানা লকডাউনের কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাহাড়ি-বাঙ্গালী দুঃস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনা বাহিনী।আজ শুক্রবার ৮ মে সকাল দশটায় আলীকদম জোনের উদ্যোগে আলীকদম ইউনিয়নের ইয়ংকি মুরুং পাড়া ও মোস্তাক পাড়ার হতদরিদ্র উপজাতি মুরুং ও বাঙ্গালী পরিবারের মাঝে ত্রাণ ও মাস্ক বিতরণ করা হয়েছে।

ইয়ংকী মুরুং পাড়ায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আলীকদম জোনের লেঃ মীর মাহদী। অন্যান্যাদের উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইহসান, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, চ্যানেল আই প্রতিনিধি ঈসমাইল হাসান, ভারপ্রাপ্ত প্রেসক্লাব সেক্রেটারী এসএম জিয়াউদ্দিন জুয়েল ও সহকারি শিক্ষক মেনতক ম্রো প্রমুখ।

ত্রাণ বিতরণের পাশাপাশি সেনা জোনের পক্ষ থেকে দানু সর্দার পাড়া এলাকায় শতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply