২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:০৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৭:০৮ পূর্বাহ্ণ

কিউআর কোড সিষ্টেমে বিশেষ ওএমএস এর চাউল বিক্রি উদ্বোধন

     

আলাউদ্দিন হোসেন,পাবনা
  ঈশ্বরদী পৌরসভার তিন ওয়ার্ডে কিউআর কোড সিষ্টেমে দশ টাকা কেজি দামে বিশেষ ওএমএস এর চাউল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আলিয়া মাদ্রাসা,সাউথ সরকারী প্রথমিক বিদ্যালয় ও আলহাজ স্কুলে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ূম,এসএমও তরিকুল ইসলাম,ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না,পৌর কাউন্সিলর শিমুল আক্তার,সহকারী প্রগ্রামার মাসুদ রানা ও ডিলার আনোয়ারুল ইসলাম রিন্টু। উল্লেখ্য, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান দেশে নিজের আবিস্কৃত প্রথম এই কিউআর কোড সিষ্টেম চালু করলেন। এই সিষ্টেমে কোন সেবা ভোগী একবার সেবা গ্রহন করার পর দ্বিতীয়বার সেবা নেওয়ার চেষ্টা করলেই কেন্দ্রীয় সার্ভার থেকে তিনি সেবা গ্রহণকারী হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান জানান,উপজেলা প্রশাসনের অর্থায়নে এবং সহকারী প্রগ্রামার মাসুদ রানার সহযোগিতায় দেশের প্রথম এই কিউআর কোড সিষ্টেম ভাল হওয়ায় আজকেই পাবনা জেলার চাটমোহর উপজেলাতেও  এই সিষ্টেমে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply