২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১৬/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আনোয়ারায় হাট-বাজার বসছে খোলা মাঠে

     

 আরমান হোসেন আনোয়ারা থেকে
আনোয়ারায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নতুন উদ্যােগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার সব হাট-বাজার খোলা মাঠে সরিয়ে নিচ্ছে প্রশাসন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও নিয়ম-শৃঙ্খলা না মানায় অভিনব এই কৌশল গ্রহণ করেছে। উপজেলার ১৮টি হাট-বাজারের মধ্যে ৪টি হাট-বাজার আনোয়ারা সদরের জয়কালী হাট, দোভাষীর হাট, ছত্তার হাট এবং মালঘর বাজার পাশের খোলা মাঠে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৪টি চলতি সপ্তাহের মধ্যে খোলা মাঠে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা অপরিহার্য। সাপ্তাহিক হাট-বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। এ কারণে গ্রামের সব হাট-বাজার পাশের খোলা মাঠে সরিয়ে নেওয়ার উদ্যােগ নিয়েছি আমরা। ৫ থেকে ১০ ফুট দূরত্ব বজায় রেখে একেকজন বিক্রেতাকে বসতে দেওয়া হয়েছে।
উল্লেখ্য,আনোয়ারায় এখনও পর্যন্ত করোনা রোগি শনাক্ত না হলেও কঠোর অবস্হানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে উপজেলা প্রশাসন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply