৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:১৬/ সোমবার
মে ৬, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

২৫ এপ্রিল পর্যন্ত বাড়লো সাধারণ ছুটি

     

করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির মেয়াদ ফের বৃদ্ধি করা হচ্ছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে। এ নিয়ে চতুর্থবারের মতো সরকারি ছুটি বাড়ানো হবে।

এর আগে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। পরে তা বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়। সেটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানোর পরিকল্পনা হচ্ছে।

ছুটি বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস গণমাধ্যমকে বলেন, সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।

এ দিকে গত রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন গণমাধ্যমকে জানিয়েছেন, আগামি সপ্তাহে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ এমনিতেই সরকারি ছুটি। এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল দপ্তরকে বৈশাখের আনুষ্ঠানিকতা বাতিলের চিঠি ইস্যু করেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply