২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ

ছুটি আরো বাড়ছে : প্রধানমন্ত্রী

     

দেশে কভিডের প্রকোপ নিয়ন্ত্রণে ২৬ মার্চ থেকে দেশে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। সেই ছুটি সীমিত আকারে বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ৬৪ জেলার প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

এছাড়া সীমিত আকারে অফিস চালু হতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সতর্কতা নিয়েছি বলে তিন মাসেও কভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের নিরাপত্তা।

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আমাদের ছুটিটা একটু বাড়াতে হবে। আমরা ১২ দিনের ছুটি দিয়েছিলাম এটা ১৪ দিন হতে পারে।’

কোয়ারেন্টাইনের সময় কত তারিখ পর্যন্ত হবে- এ সময় জানতে চান প্রধানমন্ত্রী। তখন পাশে থেকে কোনো কর্মকর্তা জানান ৯ এপ্রিল পর্যন্ত।

তখন প্রধানমন্ত্রী বলেন, ‘৯ তারিখ পর্যন্ত…এই ছুটিটা সীমিত আকারে আমাদের বাড়াতে হবে। সেটা বাড়ানোর সাথে সাথে আমাদের সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে হবে।’

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply