২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৫৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’র সভায় বক্তারা মানুষের কল্যাণে কাজ করাই হোক মুজিব বর্ষের শপথ 

     

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সালাহউদ্দিন লিটন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সসভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। মুখ্য আলোচক ছিলেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব শফর আলী।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য হাসিনা জাফর, জামাল খান ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ শাহাবুদ্দীন, কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, অধ্যক্ষ আবু আহমদ, মুক্তিযোদ্ধা পল্টু লাল সাহ, নাট্যজন সজল কান্তি চৌধুরী, দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ, কলামিষ্ট লায়ন এ.কে.জাহেদ. চৌধুরী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা এম.এ.সালাম, রমিজ উদ্দীন, এস.এম.লিয়াকত হোসেন, বিজয় শংকর চক্রবর্তী, ডাঃ রতন চক্রবর্তী, মহিলা লীগ নেত্রী আনোয়ারা আলম, ফিরোজ চৌধুরী, সালাউদ্দীন লিটন, কবি সজল দাশ, এম, নুরুল হুদা চৌধুরী, শ্রমিকনেতা লোকমান হাকিম, সংগীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, মাওলানা মোঃ সেলিম উদ্দীন, মাওলানা কে.এইচ.এম.তারেক প্রমুখ।

সভায় প্রধান অতিথি নঈম উদ্দীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙালি জাতির একটি ঐতিহাসিক মুহুর্ত। মহান স্বাধীনতা আন্দোলনে বিজয়ের পর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সে দিন পাকিস্তানী কারাগার থেকে মুক্ত হয়ে প্রিয় স্বদেশ স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তনের মাধ্যমে এদেশের বিজয়ের মূল চেতনা বাঙালি দেখতে পেয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন এবং নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এখন বঙ্গবন্ধুর শেষ স্বপ্ন সোনার বাংলাদেশ তথা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথ সুনিশ্চিত করতে হবে। যার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সে অগ্রযাত্রায় আমাদেরকেও মানবকল্যাণমুখী রাজনীতি উপহার দিতে হবে। তিনি ঐতিহাসিক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে এতিম ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করার জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply