৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:২৯/ রবিবার
মে ৫, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ণ

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৪ শ্রমিক

     

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুইচো প্রদেশের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৪ জন শ্রমিক নিহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এখনো দুই শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

মঙ্গলবার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের দেয়া খবর অনুযায়ী, খনি থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে এবং আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে।

এর আগে, চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি কয়লাখনিতে বন্যায় পাঁচজন নিহত ও ১৩ জন আটকা পড়েছিল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছিল, তখন ওই খনিতে ৩৪৭জন শ্রমিক কাজ করছিলেন।

গত মাসে, চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে অপর এক কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৫ শ্রমিক নিহত হয়। আইন অমান্য করে ওই খনিতে কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে এ বিস্ফোরণ ঘটে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply