২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ণ

মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মাহফিলে আল্লামা তাহের শাহ

     

যে কাজের দ্বারা আল্লাহ ও রাসুল (দ.) অসন্তুষ্ট হবেন তা থেকে বিরত থাকতে হবে। কিন্তু এর কোনটিই অনুঃসৃত হচ্ছে না বলে মুসলমানদের সর্বস্তরের দুরঅবস্থার সৃষ্টি হচ্ছে। ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম। মানবতা ইসলামের প্রধান অবলম্বন। হানা-হানি অত্যাচার, জুলুম ও অপরের হক ধ্বংস থেকে মুসলিম মিল্লাতকে মুক্ত থাকতে হবে। কেননা এসব পাপাচার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যেহেতু এগুলো বান্দার হক। গত ২ ডিসেম্বর সোমবার সোমবার নগরীর সিটি গেইট আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা শাখা ও মোস্তফা হাকিম গ্রæপের যৌথ ব্যবস্থাপনায় আজিমুশ্শান ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন আউলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (ম.জি.আ.)। বিশেষ মেহমান ছিলেন শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.), শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ (ম.জি.আ.)। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন আন্জুমান ট্রাষ্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেরল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, সদস্য আলহাজ্ব কমর উদ্দিন সবুর, হাসানুর রশিদ রিপন, তাহের গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ তাহের, আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, আল্লামা সৈয়্যদ ইউনুচ রেজভী, আল্লামা জালাল উদ্দিন আল-আযারী, গাউসিয়া কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুর হক, সিনিয়র যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাহাবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব এলাহী সিকদার, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আলমগীর, ছোট দারগাহাট তাহের মনজুর কলেজের অধ্যক্ষ আলহাজ্ব বাদশা আলম, ওয়ার্ড কাউন্সিলর নেছার উদ্দিন আহমদ মঞ্জু, গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক মীর মুহাম্মদ সেকান্দর মিয়া, সদস্য সচিব সাদেক হোসেন পাপ্পু, পাহাড়তলী থানা শাখার সভাপতি আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদা, সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন, সুন্নী জগৎ নির্বাহী সম্পাদক আলমগীর ইসলাম বঈদী প্রমুখ। মাহফিল পূর্বে আলহাজ্ব তাহের মন্জুর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসায় মহিলা বায়াত ও দৃষ্ঠিনন্দন নব নির্মিত তৈয়্যবিয়া জামে মসজিদ উদ্বোধন করেন হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ.)।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply