২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৩৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ

পটিয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

     

পটিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের পটিয়ায় সাংবাদিক জাবেদুর রহমানের উপর আজ শুক্রবার সকালে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সাংবাদিক জাবেদুর রহমানকে সন্ত্রাসীরা দা কিরিছ দিয়ে কুপিয়ে হাত ও পায়ে মারাত্বকভাবে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বর্তমান চিকিৎসাধিন রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান।

জানা গেছে, সাংবাদিক জাবেদুর রহমান নগরীতে বসবাস করার কারণে একটি সন্ত্রাসী গ্রুপ বাড়ি ঘর অবৈধভাবে দখলে নেয়ার চেষ্ঠা করেন। খবর পাওয়ার পর চট্টগ্রাম নগরী থেকে সাংবাদিক জাবেদুর রহমান বৃহস্পতিবার রাতে উপজেলার পুর্ব ভাটিখাইন গ্রামের বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখতে পান সকালে স্থানীয় সন্ত্রাসী নিয়াজ ও এরশাদের নেতৃত্বে বসত ভিটার জায়গার উপর জোর পুর্বক রাস্তা নির্মাণ করেন। বিষয়টি জানতে চাইলে ভিটে মাটির উপর কে রাস্তা নির্মাণ করছে এটা বলার সাথে সাথে সন্ত্রাসীরা হামলা লাঠি,  দা, কিরিচ নিয়ে হামলা চালায়।

সাংবাদিক জাবেদুর রহমানের উপর হামলার ঘটনায় স্থানীয় সন্ত্রাসী শওকত হোসেনের পুত্র নিয়াজুর রহমান(৩৬), মৃত শফিকুর রহমানের পুত্র এরশাদ হোসেন(৪৫)সহ ১৫/১৫ জনের বিরুদ্ধে সাংবাদিক জবেদ বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ করেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। হামলাকারীরা এলাকার বিএনপি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে তারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত রয়েছে।এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বখতিয়ার উদ্দীন বলেন, সাংবাদিকের উপর যারা হামলা চালিয়েছে তারা দ্রুত গ্রেফতার হউক আমি চাই। যাতে এই ধরণের কর্মকান্ড কেউ করার সাহস না করে। পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন সাংবাদিক জাবেদুর রহমানের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ হওয়ার বিষয়টি স্বীকার বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক জাবেদুর রহমানের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব কাজী মহসিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসহ চট্টগ্রামের সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply