২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:০৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:০৮ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন দ্বীপের গভীর বঙ্গোপসাগর হতে ১৬ বিদেশী আটক

     

টেকনাফ অফিস

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের গভীর বঙ্গোপসাগর থেকে মাছ শিকারের দুটি নৌকাসহ বিদেশী ১৬ মাঝি-মাল্লা ও জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

২৯ নভেম্বর শুক্ররবার সকালে বাংলাদেশের জলসীমায় অবৈধ ভাবে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা সকলেই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

সেন্টমাটিন স্টেশন কমান্ডার লেঃ সাদ মোহাম্মদ তাইম জানান, টেকনাফের সেন্টমাটিন দ্বীপের ৫৬ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশ জলসীমানার ভেতরে দু’টি নৌকা দেখতে পেয়ে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় নৌকায় থাকা সকলেই মিয়ানমারের নাগরিক।

অবৈধ ভাবে বাংলাদেশ জলসীমা অতিক্রম করায় দু’টি নৌকায় থাকা মাঝি মাল্লাসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

সেন্টমাটিন থেকে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে এনে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান। এদিকে সাগর শান্ত থাকায় টেকনাফের বিভিন্ন উপকুল দিয়ে সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। ধারনা করা হচ্ছে ধৃতরাও অবস্থান করা মালয়েশিয়া গামী ট্রলারে উঠার অপেক্ষায় ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply