২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৩৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ

‘মহানবীর (দ.) শুভাগমন ঘটেছে বলেই সমগ্র সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভ করেছে’

     

চট্টগ্রাম রাঙ্গুনিয়া বেতাগী আনজুমানে রহমানিয়ার উদ্যোগে সৈয়দুল আজম হযরত আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) প্রতিষ্ঠিত ১০৯ তম জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্’র সভাপতিত্বে বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশন সকাল ১০টায় বেতাগী আস্তানা শরীফ হতে সকলের স্বস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে জুলুছ সহকারে রাউজান কদলপুর সুলতানুল আউলিয়া হযরত আশরফ শাহ্ (রহ.)’ মাজারে সমবেত হয়ে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্তি হয়। ২য় অধিবেশন বাদে আছর হতে বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদুল্লাহ, শাহজাদা মুহাম্মদ মাহবুবুর রহমান ছফিউল্লাহ, শাহাজাদা মুহাম্মদ ওবাইদুর রহমান, আহলে সুন্নাত ওয়াল’জমাআত চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা ফেরদৌস আলম আল-কাদেরী, রাউজান পৌরসভার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম চিশতী, লেখক ও প্রবান্ধিক মাওলানা জসিম উদ্দিন মাহমুদ। মাহফিলে বক্তারা বলেন, প্রিয় নবীর (দ.) দুনিয়ায় শুভাগমন ঘটেছে বলেই মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভ করেছে। তাই নিয়ামত প্রাপ্তিতে কৃতজ্ঞতা ও শুকরিয়া স্বরূপ ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন নৈতিক ও ঈমানি দায়িত্ব। সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ বলেন, নবীপ্রেম ঈমানের অনিবার্য দাবি। নবীপ্রেমের শক্তিতে উজ্জ্বীবিত হয়ে মুসলমানদেরকে আজকের নিপীড়িত অবস্থা থেকে পরিত্রাণ খুঁজতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপনের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য ও প্রিয় নবীর (দ.) সন্তুষ্টি ও সুপারিশের ভাগিদার হতে আল্লাহ ও রসুল (দ.)’র পথে আসার আসতে হবে। মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান রাশেদের সঞ্চালনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তৈয়ব আলী, এডভোকেট আনোয়ারুল হক চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা কাজী মুহাম্মদ মুছা নঈমী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নূরী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আহমেদ করিম নঈমী, মাওলানা মাহফুজুল হক আল কাদেরী, এ এফ এম মুহাম্মাদুর রহমান, শাহাজাদা মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন আশরফী, শাহজাদা মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব শাহ্, শাহজাদা মাওলানা মুহাম্মদ গোলাফুর রহমান, শাহজাদা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন, শাহজাদা মুহাম্মদ হাসান কদলপুরী, শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মমদ সরওয়ার আজম, শাহজাদা মুহাম্মদ গোলাম আলী, শাহজাদা মুহাম্মদ লুৎফুর রহমান, প্রবীন শায়ের মাওলানা মুহাম্মদ ইসহাক, শায়ের মাওলানা মুহাম্মদ ফয়েজ উল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল হাই, মাওলানা মুহাম্মদ আব্দুস ছবুর, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ আবু জাফর, মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান রুমি, মাওলানা মুহাম্মদ আলী নঈমী, মাওলানা মুহাম্মদ সৈয়দুর রহমান, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। ২য় অধিবেশনে বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সালাতু সালাম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply