২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:১৯/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৮:১৯ পূর্বাহ্ণ

বুলবুলের তাণ্ডব, ৯ জেলায় ১০ জনের মৃত্যু

     

 

পিরোজপুর অফিস জানায়, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পিরোজপুর জেলায় গোপাল মণ্ডল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে নাজিরপুর উপজেলার লড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম গাছচাপায় গোপাল মণ্ডলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রবিবার বেলা একটার দিকে গোপাল মণ্ডলের ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা গোপাল মণ্ডল ঘটনাস্থলেই মারা যান।

বরিশাল অফিস জানায়, ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে বরিশালে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, উজিরপুর উপজেলার ১নং পৌরসভায় আশলতা মজুমদার (৬৫) নামে ওই নারী নিজ বাড়িতে অবস্থানকালে ঝড়ের সময় গাছ চাপা পড়ে মারা গেছেন।

বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ডিএল কলেজ আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে হালিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিচুর রহমান জানান, ‘শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন ৭০ বছর বয়সী হালিমা খাতুন।

মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর সদর উপজেলায় ঝ‌ড়ো হাওয়ায় ঘর চাপা প‌ড়ে সা‌লেহা বেগম (৪০) না‌মে এক নারীর মৃত্যু হ‌য়ে‌ছে বলে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইফু‌দ্দিন গিয়াস জানান। মৃত সা‌লেহা বেগম সদর উপ‌জেলার ঘটমা‌ঝি গ্রা‌মের আজাদ খাঁ‌য়ের স্ত্রী।

বাগেরহাট প্রতিনিধি জানান, ঝড়ের সময় গাছ চাপা পড়ে বাগেরহাটের রামপালে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে। সামিয়ার বাড়ি রামপালের উজলপুর এলাকায়

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছ চাপা পড়ে সেকেল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মৃত হাসান উদ্দিন হাওলাদারের ছেলে। ইত্তেফাক থেকে

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply