২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৫৮/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৪:৫৮ পূর্বাহ্ণ

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ৬ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

     

এম ওসমান, বেনাপোল 
বিজিবি-বিএসএফ’র উচ্চ পর্যায়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে  বিএসএফ’র ৬ সদস্যের একটি প্রতিনিধি দল  বাংলাদেশে এসেছেন।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার সময় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবি ও বিএসএফের মধ্যে যৌথ সম্মেলনটি বেনাপোল বিজিবি কোম্পানী সদরে অনুষ্ঠিত হবে।
বিএসএফ প্রতিনিধি দলটি বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে আসলে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বিএসএফ’র ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, আইজি ইয়াগেশ বাহাদুর ক্ষুরানিয়া।
বিজিবির পক্ষে ৬ সদস্যের প্রতিনিধিত্ব করছেন যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খাঁন।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা সীমান্ত সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় স্থান পাবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply