২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:৪১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ণ

কুখ্যাত রাজাকার জামায়াতের আজহারের ফাঁসি বহাল

     

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের এ টি এম আজহারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির দণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ  বৃহস্পতিবার ৩১ অক্টোম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ আজহারের মৃত্যুদণ্ড বহাল রেখে এ রায় দেন।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কুখ্যাত আলবদর বাহিনীর রংপুরের জেলা কমান্ডার ছিলেন এ টি এম আজহার। রংপুরে গণহত্যার অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১।

এ ছাড়া তার বিরুদ্ধে একাত্তরে রংপুর অঞ্চলের অসংখ্য নারীকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। এ অভিযোগে তাকে ২৫ বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি ওই সময় নির্যাতনের আরেকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়।

আজহারের বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগসহ ষড়যন্ত্র ও সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায় প্রমাণিত হয়।

ট্রাইব্যুনালের ওই রায় থেকে খালাস চেয়ে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আইনজীবীদের মাধ্যমে আপিল করেন আজহার।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply