৯ মে ২০২৪ / ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০২/ বৃহস্পতিবার
মে ৯, ২০২৪ ৪:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জহুর হকার্স মার্কেটে আগুন

     

প্রায় ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটে আগুন। এখনো নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে, তীব্রতা বেড়ে যাওয়ায় একে একে ১৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫ টি গাড়ি ঘটনাস্থলে যায়। ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

এদিকে এই রিপোর্ট লেখার সময় সকাল ১০ টার দিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

তবে, জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন জানান, জালালাবাদ ও শাহজালাল মার্কেটের দোতলার ৭০টি দোকানের পণ্যসামগ্রী পুড়ে গেছে। এ ছাড়া জহুর মার্কেটের অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এসব দোকানে কম্বল, বেডশিট, আয়রন, অ্যামব্রয়ডারি, রেডিমেড গার্মেন্ট, শার্ট ছিল।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply