২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:০২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:০২ পূর্বাহ্ণ

আইডিএসইবি’র ৫ দফা দাবি পূরনে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

     

ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স (আইডিএসইবি)’র ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পটিয়া সহকারী কমিশনার (ভুমি)র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় সার্ভেয়ার/ সমমানের পদে বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল, কানুনগো/ উপ সহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতির নিমিত্তে অনুমোদিত তালিকার জিও জারি করা, সকল দপ্তরের সার্ভেয়ার/সমমান পদের নিয়োগবিধি এক ও অভিন্ন হওয়ার লক্ষ্যে যে সকল দপ্তরে শিক্ষা গত যোগ্যতা কলামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং টেকনোলজি) সনদ প্রতিস্থাপন করা হয়নি, সে সকল দপ্তরে সংশোধন করতে হবে, সার্ভেয়ার/সমমানের পদের সকল কার্যক্রম কারিগরি সংশ্লিষ্ট বিধায়, সার্ভেয়ার পদটি কারিগরি পদ হিসেবে ঘোষনা করতে হবে ও সকল দপ্তরে সার্ভেয়ার/সমমানের শূন্য পদে নিয়োগসহ ৫ দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। দাবি পূরণ না পর্যন্ত আইডিএসইবি’র লাগাতর কর্মসূচি চলবে। সর্বশেষ কর্মসূচি রয়েছে ৫ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর। স্মারকলিপিটি পটিয়া ভুমি সহকারী কর্মকর্তা সাব্বির রহমান সানি গ্রহণ করেন।
পটিয়া ভুমি অফিসের সার্ভেয়ার মো. বদরুদ্দোজা জানিয়েছেন, তাদের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আইডিএসইবি’র আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন। তাদের যৌক্তিক দাবিগুলো পূরন করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply