২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:১৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ

বারণা উদযাপন পরিষদের সভায় নেতৃবৃন্দ প্রবারণা উৎসব নিরাপদ ও নিবিঘ্ন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে

     

 

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এক জরুরী আলোচনা সভায় মিলিত হয় সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। ৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় নগরীর জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বপন বড়ুয়া। মিথুন বড়ুয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন টিংকু বড়ুয়া, ত্রিদ্বীপ কুমার বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, কানন চৌধুরী, কাজল প্রিয় বড়ুয়া, প্রণবরাজ বড়ুয়া, সিজার বড়ুয়া, সীমান্ত বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, সূর্যসেন বড়ুয়া শঙ্কু, সনৎ কুমার বড়ুয়া, সুজিত কুমার বড়ুয়া, রনেশ চৌধুরী নন্তু, বিকাশ কান্তি বড়ুয়া, রেবা বড়ুয়া, অলক বড়ুয়া, সুনয়ন বড়ুয়া, রূপম বড়ুয়া, বুলবুল বড়ুয়া, দোলা চৌধুরী প্রমুখ। সভায় দেশব্যাপী সমস্ত বৌদ্ধ বিহার গুলোতে আগামী প্রবারণা উৎসব যাতে নিরাপদ ও নির্বিঘ্ন হয় সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বক্তারা বলেন, আসন্ন প্রবারণাকে ঘিরে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোন শঙ্কা তৈরী না হলেও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে প্রশাসনকে অবহিত করতে হবে। এ লক্ষ্যে আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যে ৭টায় জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে পুনরায় সভা অনুষ্ঠানের মাধ্যমে প্রবারণা উদযাপন পরিষদের কমিটি পূণর্গঠনপূর্বক রাজনৈতিক ও প্রশাসনের উর্ধতন কর্মকতাবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়ের রূপরেখা প্রনয়নের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply