২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

আনোয়ারা কেইপিজেডের বাঁশের ঘর পুড়ে ছাই

     

আনোয়ারায় অবস্থিত কেইপিজেড (কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল) একটি বাঁশের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল আনুমানিক রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
আনোয়ারা কেইপিজেডের ডরমিটরি নামক স্হানে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল ঘরটি।এটি (বেমবু হাউস) নামে পরিচিত।

প্রত্যক্ষদর্শীদের মতে,গতকাল রাত ১১ টার দিকে আগুন লাগলে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করে,কিন্তু বাঁশের ঘর হওয়ায় মুহূর্তে আগুনের তীব্রতা বাড়তে থাকে।এক পর্যায়ে আগুনে পুড়ে সম্পূর্ণ বাঁশের ঘর ভস্মীভূত হয়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস ছুটে গেলেও ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যাই কুঁটিরটি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply