২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৩৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ২:৩৫ পূর্বাহ্ণ

মানবাধিকার কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে ড. শিরীণ আখতার উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষিত জনগোষ্ঠীর ভূমিকা অনস্বীকার্য

     

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. শিরীণ আখতার বলেছেন- শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে যে অগ্রযাত্রা তার পেছনে শিক্ষিত জনগোষ্ঠীর ভূমিকা অনস্বীকার্য। তিনি ৩০ জুলাই মঙ্গলবার ২০১৯ বিকেল ৫টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মোকাররম দাস্তগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এ.এম সরওয়ার মোর্শেদ, এম.এ জলিল খান, সিনিয়র সহ সভাপতি জেসমিন সুলতানা পারু, অধ্যাপিকা রোকেয়া বেগম, মোঃ দিদারুল আলম, রেহেনা চৌধুরী, মোঃ শাহ আলম, আনোয়ারুল আজিম চৌধুরী, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, আবছার উদ্দিন অলি, এড. প্রতাপ পাল, মোঃ ইসহাক,  ডা: উদয় শংকর, অরুপ বড়ুয়া, ডা: মিজানুর রহমান চৌধুরী, আবিদা নুর, লাইলুন নাহার, সাইকা পারভিন মিলি, মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রয়াস, বিজয় ৭১, প্রিয় বাংলাদেশ, নবীন মেলা। সংগঠক হিসেবে কাউন্সিলর আবিদা আজাদ, মোঃ ইসহাক, আলীউর রহমান, ফরিদ আহমেদ চৌধুরী কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি ড. ফরিদ উদ্দিন ফরিদ বলেন- মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। কোন সভ্য মানুষ মানবাধিকার উপেক্ষা করতে পারে না। মানবাধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠায় আমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক। মানবাধিকার হচ্ছে মানুষের জন্মগত মৌলিক অধিকার যা সকল স্থানের, সকল সময়ের, সকল কর্মের, সকল ধর্মের, সকল মানুষে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply