২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫৯/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৯:৫৯ পূর্বাহ্ণ

ঢাবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডাকসু ও সাংবাদিক সমিতির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

     

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাবি সাংবাদিক সমিতি (ডুজা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ২৭ রানে জয় লাভ করে। ম্যাচে প্রথম ইনিংসে ডুজা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির কারণে নির্ধারিত ওভারের চেয়ে এক ওভার কমিয়ে ১৫ ওভারে নির্ধারিত হয়। পনেরো ওভার শেষে ডুজা সংগ্রহ করে চার উইকেটে ১৫৯ রান। অন্যদিকে ১৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ডাকসু ১৩৩ রান সংগ্রহ করে। সোমবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল। ডাকসুর পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজোওয়ানুল হক চৌধুরী শোভন, ডাকসুর জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনসহ ডাকসুর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ঢাবি সাংবাদিক সমিতির পক্ষে সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড় সহ সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। এ ম্যাচে ডুজার পক্ষে সর্বোচ্চ ৬৫ রান ও ৩ উইকেট নিয়ে জোবায়ের আহম্মেদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply