২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৫৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত

     

দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২১ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে। এর আগে সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় আছে। আগামী তিন দিনের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

তামপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply