১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:৫৫/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ

গাছের সাথে এ কেমন শক্রতা !

     

 

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের মালেক সওদাগরের বাড়ি এলাকায় মুহাম্মদ আইয়ুব আলী নামে এক ব্যক্তির ফলজ ও বনজ বাগানের শতাধিক গাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। বৃহষ্পতিবার (১৩ জুন) দিনগত রাতে বাগানের শতাধিক গাছ কেটে দেয় কারা। শুক্রবার (১৪ জুন) আইয়ুব আলী’র ছেলে ব্যাংকার আবদুল কাইয়ুম চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছেন।
আবদুল কাইয়ুম বলেন, ৩ বছর আগে বাড়ির পাশে খালি জায়গায় গাছগুলো তার বাবা লাগিয়েছেন। দুই মাস আগে দেড়শত বনজ গাছ তাও রাতের আঁধারে কারা ভেঙ্গে ও কেটে দেয়। একই কায়দায় রাতের আঁধারে আবারও শতাধিক গাছ কেটে দেয়া হয়। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের এই ঘটনায় অভিযোগ দিয়েছেন।
চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর বলেন, “ শত্রুতা থাকতে পারে যে কারো সাথে। কিন্তু গাছের সাথে এ কেমন শত্রুতা। তিনি গাছগুলো কেন কেটে দেয়া হয়েছে খোঁজ নিয়ে দেখছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply