২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৩৪/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৮:৩৪ পূর্বাহ্ণ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

     

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলম হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) রাত দেড়টায় বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত, আলম বিরল উপজেলার কামদেবপুর ঈদগাহ মোড়ের মোশাহক আলীর ছেলে।

দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নাহিদুজ্জামান জানান, রাত দেড়টার দিকে বিএসএফের গুলিতে আলম হন। তবে যে স্থানে তিনি নিহত হয়েছেন সেটি ভারতের কাঁটাতারের বেড়ার এপাড়ে।

গুলির শব্দ শোনার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলমের মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে।

এ বিষয়ে আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি। বৈঠকে তাদের গুলি ছোড়ার ঘটনায় প্রতিবাদ করা হবে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে আলম একজন গরু পাচারকারী চক্রের সদস্য। বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply