২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:১২/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৯:১২ পূর্বাহ্ণ

হাবিবুর রহমান হত্যাকারীদেরবিচারের আওতায় আনা হবে -মঈনুদ্দিন খান বাদল এমপি

     

নগরীর বায়েজিদ অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়ক ওয়াজেদিয়া অনন্যা আবাসিক এলাকায় হযরত আবু বকর আস-সিদ্দিক (রা:) মাদ্রাসা ও হযরত ওমর বিন খাত্তাব (রা:) মসজিদ ও মাদ্রাসা এখন আহলে সুন্নাত ওয়াল জামাত “সুন্নি মতাদর্শে পরিচালনার লক্ষে গত ৩ মে জুমাবার, নিহত হাবিবুর রহমানের দোয়া মাহফিলের আয়োজন করে এলাকাবাসী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মঈনউদ্দিন খান বাদল এম.পি। বিশেষ অতিথি ছিলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, অধ্যক্ষ আবুল বয়ান হাশেমী, গাউছিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি আলহাজ্ব তছকির আহমদ। উপস্থিত ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আজিজুর রহমান, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতাউর রহমান খন্দকার, মাওলানা কামাল উদ্দিন আত্তারী, শাহজাহান মুন্সি, এস.এম রিদুয়ান, আইয়ুব আলী রুবেল, ৩নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোকনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। মঈনুদ্দিন খান বাদল এমপি বলেন, ফেনী নুসরাত হত্যাকারীদের যেমন নিরপেক্ষ থেকে বিচারের আওতায় আনা হয়েছে তেমনি হাবিবুর রহমানের হত্যাকারী কওমী মৌলভীদের বিচারের আওতায় আনা হবে। তিনি রাসূল (দ.) আদর্শে আদর্শিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা দিয়ে মাদ্রাসা মসজিদ পরিচালনা করার জন্য এলাকাবাসীর উদ্যোগকে স্বাগত জানান। উল্লেখ্য যে গত ১০ এপ্রিল রাত ১১টায় উক্ত মসজিদ সংলগ্ন কওমী মাদ্রাসার মুহতামিম কর্তৃক শিক্ষার্থী হাবিবুর রহমান কে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়, তারপর উক্ত মসজিদ ও মাদ্রাসায় তালা মেরে কওমীপন্থীরা পালিয়ে যায়। ২দিন মসজিদ, মাদ্রাসা, বন্ধ থাকে। আল্লাহর ঘর মসজিদ এভাবে বন্ধ দেখে ওয়াজেদীয়ার সর্বস্তরের এলাকাবাসী ৩নং ওয়ার্ড কমিশনার কফিল উদ্দিন খান এর কাছে উক্ত মাদ্রাসা ও মসজিদ সুন্নিয়তভিত্তিক পরিচালনা করার জন্য দাবী জানান। এলাকাবাসী’র সহযোগিতায় মসজিদটি এখন জুমার নামাজের মধ্যদিয়ে সুন্নি মতাদর্শে পরিচালিত হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply