২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৫২/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ

সীমন্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

     

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।আজ মঙ্গলবার ২ এপ্রিল ভোররাতে রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার ও স্থানীয় ইউপি সদস্য সমীর উদ্দিন বিয়ষটি নিশ্চিত করেছেন।

তারা জানান, মিলন ও সেনারুল মঙ্গলবার রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ডে দিয়ে গরু আনতে ভারতে যান। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় শোভাপুর টেন্ট ক্যাম্পের বিএসএফ সদস্যরা। গুলিতে ভারতীয় ভূখণ্ডেই মিলন ও সেনারুল গুলিবিদ্ধ হন।

পরে ওই রাখালের সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে আসলে তারা মারা যান।এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হবে বলেও জানান লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply