২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৪২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়

     

উপাচার্যের পদত্যাগসহ ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব হলের আবাসিক ছাত্র-ছাত্রীদের বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, ২৭ মার্চ, বুধবার গভীর রাতে রেজিস্ট্রারের স্বাক্ষরে এক নোটিসে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘উদ্ভূত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে’ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার ও বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে বৃহস্পতিবার থেকে ক্লাস, পরীক্ষাসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের ছাত্র-ছাত্রীদের বিকেল ৫টার মধ্যে হল ছেড়ে যেতে হবে।সবটুকু খবর পড়তে ক্লীক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply