২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৩৮/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৪:৩৮ পূর্বাহ্ণ

কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা কাল

     

জেলা ও বিভাগীয় শহরে গণসংযোগ কর্মসূচি চূড়ান্ত করা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নতুন নির্বাচন আদায়ের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা।

শুক্রবার বিকাল ৪টায় পুরানা পল্টনে জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের নেতা অংশ নিবেন।

বিষয়টি পরিবর্তন ডটকমকে নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি জানান, গত ১১ মার্চ অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের বৈঠকে জেলা ও বিভাগীয় শহরে গণসংযোগ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য বৈঠক আহ্বান করা হয়েছে।

এছাড়া আগাম জাতীয় নির্বাচন আদায়ের বিষয় ঐক্যফ্রন্টের করণীয় ঠিক করা নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান মিন্টু।

গত ১১ মার্চ বৈঠক শেষে ড. কামাল হোসেন বলেন, ‘ঐক্যফ্রন্টের দলগুলোকে আরও সুসংহত করার বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি। গণতন্ত্র ও জনগণের স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘সংবিধানে যে কথাগুলো আছে, দেশ শাসনের ক্ষেত্রে শাসক দলগুলো যেন তা অনুসরণ করে। সেই বিষয়ে ক্ষমতাসীনদের আমরা চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছি।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করতে আমরা জেলা ও বিভাগীয় শহরে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।’

ওইদিন কোনো দিন তারিখ ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, শুক্রবারের বৈঠক থেকে কর্মসূচির চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি করে আসছে ঐক্যফ্রন্ট।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply