২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:২৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৭:২৭ পূর্বাহ্ণ

ঝালকাঠিতে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আ.লীগ প্রার্থীর একজনকে ২৫ হাজার টাকা জরিমানা

     

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান। আজ রবিবার বেলা ১২টায় শহরের আমতলা সড়কের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে খান আরিফুর রহমান এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী খান আরিফুর রহমান অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি ভাড়াটে লোকজন নিয়ে নৌকার প্রচারণায় নামা কর্মীসমর্থকদের নানা ভয়ভীতি দেখাচ্ছেন। এ ঘটনায় খান আরিফুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা। এদিকে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ছবি দিয়ে হ্যান্ডবিল করে বিতরণের অভিযোগে সাইদুর রহমান নামে এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply