২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৪৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৩:৪৫ পূর্বাহ্ণ

পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সেনাবাহিনী

     

 

শংকর চৌধুরী,খাগড়াছড়ি

২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বলেছেন,পার্বত্যাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রত্যন্ত এলাকায় বসবাসরত পাহাড়ী জনগোষ্ঠীর শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সে সাথে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাসহ এ অঞ্চলে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা প্রসার করা এবং দূর্গম জনপদের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর।
রবিবার (২৪ ফেব্র“য়ারি) দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি জোন (মৃত্যুঞ্জয়ী পঁচিশ) এর আয়োজনে “কমিউনিটি ফার্স্ট এইড ট্রেনিং ক্যাম্প ২০১৮’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পাহাড়ী প্রত্যন্ত পল্লীতে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রশিক্ষনার্থীদের আহবান জানিয়ে ‘ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক’ আরো বলেন, আজকের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ গ্রহনকারীরা আগামীতে দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখবে। খাগড়াছড়িতে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর সুবিধার্থে ভবিষ্যতেও সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমদের সভাপতিত্বে জোন এডজুটেন্ট ক্যাপ্টেন সাদাত মোহাম্মদ মোক্তাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান, ৬ এপিবিএন কমান্ডার আঃ রহিম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুইতি কার্বারী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেজবাউল ইসলাম প্রমুখ বক্তব্যে রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে জোন উপ-অধিনায়ক মেজর আতিকুল হক, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হুমায়ুন কবির, জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন ইমরান জুয়েল, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত ৬৪ জন প্রশিক্ষণার্থীর হাতে প্রশিক্ষণ সনদ ও ফার্স্ট এইড সামগ্রী তুলে দেন রিজিয়ন কমান্ডার ও বিশেষ অতিথিবৃন্দ।
উল্লেখ, গত ১৫ নভেম্বর থেকে মহালছড়ি জোনের মেডিকেল অফিসার (আরএমও) ইমরান জুয়েল’র নেতৃত্বে ১৫ দিনব্যাপী কমিউনিটি ফার্স্ট এইড ট্রেনিং প্রশিক্ষন ক্যাম্প পরিচালনা করে মহালছড়ি জোন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply