২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:১৮/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ

ভ্যাট ট্যাক্স দিতে চাই কিন্তু হয়রানী চাই না- মাহবুব আলম

     

বর্ধিত ট্যাক্স ও ভ্যাট থেকে ব্যবসায়ীদের বাঁচাতে হবে।শিপিং সেক্টরের অরাজকতা বন্ধ করে ব্যবসায়ীদের ব্যবসা করার পরিবেশ দিতে হবে।শুধুমাত্র ভ্যাট ও ট্যাক্সে দেশের উন্নতি হয় না। দেশে মিল কারখানা গড়ে উঠলে দেশের প্রকৃত উন্নতি হয় ও কর্মসংস্হান বাড়ে।তখনই ভ্যাট ও ট্যাক্সের পরিধি বাড়ে। মনে রাখতে হবে ব্যবসায়ীদের ভ্যাটের টাকায় ভ্যাটের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন – ভাতা দেওয়া হয়।চট্টগ্রাম টায়ার টিউব ইম্পোটার্স ও ডিলার্স গ্রুপের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনদানকালে চট্টগ্রাম চেম্বার ও কমার্স ইন্ডাষ্টিজের সভাপতি মাহাবুব আলম এসব কথা বলেন।আজ শনিবার রাত ৯টায় পাহাড়তলী ডায়মন্ড টার্সে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি রিয়াজ হায়দার, বাংলাদেশ মোটর পার্টস ও ডিলার্স গ্রুপের কেন্দ্রিয় সভাপতি মাহমুদুর রহমান।আরো বক্তব্য রাখেন কদমতলী ইউনাইঢেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম ও মাইন্নুদ্দিন আহমদ মিন্টু।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply