১১ মে ২০২৪ / ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৭/ শনিবার
মে ১১, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

মহান মে দিবসে শেরপুরে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল ও সমাবেশ

     

 
মহান মে দিবসে স্ববেতন সর্বাতœক ছুটি, হোটেল সেক্টরে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কিশোর শ্রমিক রিয়াদের খুনিকে গ্রেফতার, হোটেল সেক্টরে শ্রম আইন কার্যকর ও শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার সংগ্রামকে অগ্রসর করার প্রত্যয়ে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫ এর শেরপুর আঞ্চলিক কমিটির মহান মে দিবস পালন করা হয়। ১ মে বিকেলে শেরপুর গোলচত্বরে নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল করে যাত্রী ছাউনীর সামনে এক সমাবেশ করে। হেটেল শ্রমিক ইউনিয়নের শেরপুর আঞ্চলিক কমিটির সভাপতি শংকর দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমডি দুলাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ সভাপতি মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম-সম্পাদক রমজান আলী পটু এবং সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ১৯৩৩ এর ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম ও কোষাধ্যক্ষ ইউসুফ জামিল। এছাড়াও বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির উপদেষ্ঠা রোমেল আহমেদ, হোটেল শ্রমিকনেতা শাহিন মিয়া, আব্দুস সালাম, রোমেল আহমেদ, আমরুল হোসেন, মুজিবুর রহমান, ফখর আহমেদ প্রমূখ। বক্তারা বলেন রক্ত ঝরা সংগ্রামের মাধ্যমে শ্রমিক শ্রেণী বিশ্বব্যাপী ৮ ঘন্টা কর্মদিবসের দাবি প্রতিষ্ঠিত করলেও বাংলাদেশে হোটেল সেক্টরসহ ব্যক্তিমালিকানাধীন অধিকাংশ সেক্টরের শ্রমিকরা ৮ ঘন্টা কর্মদিবসের আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। এমন কি মহান মে দিবস উপলক্ষে ১ মে সর্বস্তরের সরকারীÑবেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করলেও হোটেল শ্রমিকদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হয়। সমাবেশে হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি শংকর দাশ, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এমডি দোলাল আহমেদ, সহ- সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও ফখর মিয়া, সাংগঠনিক সম্পাদক রোমেল আহমেদ, কোষাধ্যক্ষ আমরুল হোসেন, প্রচার সম্পাদক ছয়ফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মুকিদ, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না বেগম, সদস্যবৃন্দ ওয়াসিম মিয়া, নুর আলী, বিমল আচার্য, কুলসুম বেগম, লালবানু বেগম, মামুন মিয়া, তোফায়েল আহমেদ। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি মোঃ মোস্তফা কামাল।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply